নীলিমা দেব

স্তন্য 

নীলিমা দেব







যেভাবে ছড়াচ্ছো 

     প্রস্তুত আরাম কলম ছুঁয়ে ছুঁয়ে একেকটা মুখ 

 রেকর্ডেড বেড়াল 

সেই যে খুলছে

                খুলছে 

                       আবহ থেকে উফফ্  

পাখির থাবায় থামানো প্রকৃতি রাস্তামাফিক  দন্তন্য 

ভাষা  নড়ে 

চাঁদ পড়ে   

 কোর্স জুড়ে অদম্য সহজ আড়াল খুঁড়ে খুঁড়ে দিব্যি  

 সূর্য লুফতে লুফতে  অস্ত যায় বেড়াল 


ঘুমের জায়গায় স্তন 

ভোরের জায়গায় কাটাকুটি 

          দিন তুলতে পারছে না কিছুতেই ……   


এখনো নীল 


 অবশেষে নীরব ফেলতে ফেলতে ফুলস্টপ 

 আপেল ও কোলাহল পাশাপাশি  জল ছোঁয় 

 ঝিকমিক করা শব্দ কোনটা নাবিক কোনটা পৃথিবীর নয়-ই 

 

এক নিঃশ্বাসের ভেতর আধটুকরো ঘর ও দাঁড়িয়ে থাকা নদী 

 আপেলের সমান লাল  

 ভেবে রাখা আপেল জলের ন্যাগেটিভ  

পাখির মতো গোল নদী আমাকে শুরু করে

বিলীয়মান  শব্দ আবছায়া ধরে এখনো নীল …… 


Comments

Post a Comment

Popular posts from this blog

অঞ্জলি সেনগুপ্ত

সুকৃতি সিকদার

সম্পাদকীয়