শিবানী শর্মা

ভুল নামে ডেকে ওঠে


শিবানী শর্মা



অনেকেই ভুল নামে ডেকে ওঠে

দীর্ঘ নৈঃশব্দ্য তখন, দীর্ঘ বিষাদ,

দীর্ঘদিন এক অনন্ত অক্ষরবৃত্তে,

অর্থহীন, একক শব্দ-যাপন


শূন্যগর্ভ অলিন্দে দিনান্তের তির্যক প্রতিচ্ছায়া

ক্রমে ম্লান হয়, শীর্ণ হয়, নিশ্চিহ্ন হয়,

তীব্র, গভীর, নিবিড় তমিস্রায়

অনিমেষ দেখি, অবিরাম

নিশ্চল, নির্জন, অন্তহীন প্রতীক্ষায়


অনেকেই ভুল নামে ডেকে ওঠে

দীর্ঘ নৈরাশ্য তখন, দীর্ঘ অবসাদ

দীর্ঘদিন কক্ষচ্যুত, বিচ্ছিন্ন, বাস্তুহীন, 

দীর্ঘদিন এক দিশাহীন, গম্যহীন যাত্রায়

শিকড়ের সন্ধানে,

মাটির সন্ধানে…


Comments

Popular posts from this blog

অঞ্জলি সেনগুপ্ত

সুকৃতি সিকদার

সম্পাদকীয়