সমীরণ ঘোষ

ছাঁদনা

সমীরণ ঘোষ



কলাগাছের জানলায়

পাখি-কোলে কলাগাছের রাত

এসেছিলাম। বন্দুক ফাটিয়ে 

ছাঁদনা বেবাক। যৌনাঙ্গের দেবদেবী 

মারাত্মক বচসা করছে

বন্দুক ফাটিয়ে। আর গোসাপ-সওয়ার

টোটার গন্ধে লাল বিবাহবাসর

ফরফরে। পাখির খিলান



মহড়া


মোমের ভেতর তুমি। মরণোত্তর 

মৌমাছির কেউ

ঘষা কাচের বাইরে আজও 

প্রণান্তক মহড়া চলছে 

যাকে ছুটকারা দেবে না বলে 

বদ্ধপরিকর হাওয়ার মেশিন

টুঁটির মাংসে রাত ঘনিয়ে তুলছে

লাল দাঁতের বিজন



বুরুজ


ঠান্ডা ঘুঙুরগুলো বেজে উঠবে বলেই

কফিনের অন্ধকার হাসছে

খুব প্রাসঙ্গিক নয়। তাই কালো অভিনয় থেকে

শ্বাসের গরম  নষ্ট করছে অভিনেতা 

হাজার হাজার শুক্রবার এল ইন্ধনের

হাতুড়ি ও পেরেকে

হাজার হাজার কাটাহাত কাটা-পাগুলোর

মাংসে সাদা শ্লোকের ঝুমুর

বাসার বরফ কেটে কাটামুণ্ড কাটাকাটা

গলির দোকান 

পায়ের পাথুরে গোছ। কান্নার পেতল 

তুমি ঠান্ডা গির্জা

ঘুঙুর নিষিদ্ধ। হাসির কফিন বাজে মৃতের বুরুজে 





Comments

Popular posts from this blog

অঞ্জলি সেনগুপ্ত

সুকৃতি সিকদার

সম্পাদকীয়