Posts

Showing posts from July, 2022

সম্পাদকীয়

Image
 সম্পাদকীয় এভাবেই অনেকদিন কাটানো গেলো । কেটে গেছে প্রায় করোনা পরিস্থিতি । নিউ-নরম্যাল । আপনার আমার মধ্যে অনেকটাই দূরত্ব বেড়েছে । আপনি এখন অনেক পরিণত । কোথাও কোথাও সামান্য আবহাওয়ার পরিবর্তন নিয়ে দেহলিজ প্রায় চলে এলো ।  দেহলিজ, একটু দেরীতে এলো, তবে দূরস্ত এলো । নৈকট্য নিয়ে যার তেমন অহংকার নেই । মুকুলে ও পাখনায় কেটে ফেলা হয়েছে উদ্যান । নিকানো হয়েছে উঠান । বঙ্গভূমির আর একটি টগর আর মাতৃভাষার আর একটি অমলতাস নিয়ে সেজে উঠেছে রাজধানী ।  সম্পাদকীয় লেখা হবে, সেই রকম কথা ছিলো না । বরং একটা পুরানো সম্পাদকীয় পড়ে নেওয়া যাক । দেহ্‌লিজের দশম সংখ্যা প্রকাশ হলো । যতটা না ছিলো গুটি গুটি পা, নিন্দুকের চোখে বন্দুক রেখে ততটাই রুখে দাঁড়ায় বারুদবরণ আরবল্লি রিজ । ওখানে গ্রীষ্ম, ওখানে বর্ষা । ওখানে সাতচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড । তবুও পত্রে পত্রে সবুজের প্রজ্বলিত আভা, কণ্টকময় বৃক্ষের রুক্ষ প্রশাখায় নীড় বাঁধে তবুও বিহঙ্গ - সযত্নে ডিম পাড়ে , যারা নিজেরাই কোন একসময় ঘুমন্ত ছিলো উক্ত ডিমের ভিতরে । অভিভাবকহীন বেড়ে ওঠা এই সাহিত্যপত্র ।  মালিকানাহীন বঞ্জর পানিপথে যখন যমুনা ছুটেছে একলা, কোন আফগানী শেরশাহ এইসব বৃক্ষের গায়ে